লালন মেলার অজানা ঘটনাগুলো| বাউল সম্রাট লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস | lalon festival 2024
লালন মেলার অজানা ঘটনাগুলো| বাউল সম্রাট লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস | lalon festival 2024
লালন মেলা কুষ্টিয়া জেলার একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলাটি কুষ্টিয়া লালন শাহের মাজারে প্রতিবছর হয়। দেশ-বিদেশ থেকে অনেক দর্শনার্থীর আগমন ঘটে। এখানে রাতভর বাউল গানের উৎসব চলে এবং লালন মুক্ত মঞ্চে দেশের বিখ্যাত শিল্পীরা লালনের গান করেন। সাঁইজির দেহত্যাগের পর তার স্মৃতিকে ধরে রাখার জন্য এবং মরমিবাণীকে প্রচার করার জন্য তার অনুসারীরা এই দিনটিতে তাকে বিশেষ ভাবে স্মরণ করেন। তারই ধারাবাহিকতায় শুরু হচ্ছে লালন তিরোধান দিবস লালন মেলা ২০২৪।
লালন তিরোধান দিবস , লালন মেলা শুরু হয়েছে ,
কুষ্টিয়ায় লালন শাহের মাজার, সাধু সঙ্গ, কুষ্টিয়াতে লালন মেলা, ৩ দিনব্যাপী লালন মেলা, ছেউরিয়া লালন আখড়া বাড়ি, ১৩৪তম তিরোধান দিবস, lalon Mela 2024, lalon shah, lalon fakir mazar, kushtia lalon Mela 2024, তিন দিনব্যাপী লালন মেলার প্রথম দিন, lalon festival 2024, kushtia lalon shah
ভ্রমণ গাইড
লালন মেলা কিভাবে যাবেন
ঢাকার গাবতলী কিংবা টেকনিক্যাল মোড থেকে এসডি ফ্যামিলি হানিফ সোহাগ খালেক পরিবহন বাস বঙ্গবন্ধু সেতুর হয়ে ঢাকা টু কুষ্টিয়া সরাসরি চলাচল করে । কুষ্টিয়া শহর থেকে রিকশা অথবা অটো রিক্সায় লালন শাহের মাজারে যেতে পারবেন। এছাড়াও ঢাকা থেকে কুমারখালী সরাসরি অনেক বাস চলাচল করে বাস কুষ্টিয়া মজমপুর থামবে ওখান থেকে ২০ টাকা অটো ভাড়া। যেকোনো অটো কে বললে দ্রুত নিয়ে যাবে লালন শাহের মাজারে তিন কিলোমিটার পথ হবে।
কুষ্টিয়ায় কোথায় থাকবেন:
মজমপুরগেট শাপলা চত্বর এন এস রোড বড় বাজারে বিভিন্ন হোটেল আছে , লালন শাহ এর মাজার কুষ্টিয়া শহরের মধ্যে হাওয়ায় খাওয়ার জন্য রয়েছে অনেক হোটেল
My Facebook profile:
https://www.facebook.com/Bipulmridha02officail?mibextid=ZbWKwL
Business email:
aroundcountry149@gmail.com
#লালনমেলা
#kushtia
#lalonmela2024
#তিরোধানদিবস
#১৩৪তমতিরোধানদিবস
#tranding
#travel
#lalonmela
#lalon
#trandingvideo
#bipulmridha
#lalonfokir
#festival
35 Comments
অনেক সুন্দর ❤❤🙏
sob vondami
কে কোন জেলা থেকে দেখছেন?🙂❤️
জামাত শিবির শুধু ক্ষমতায় গেলে এই ভন্ডামি বের করে ফেলবে।
এ খানে টুপিওয়ালা মুসলিম তো দেখিনা মুনাফিকের আখরা
রাতে লাইভ দিলে
কৃতজ্ঞ থাকব
সুমি গান বলবে কবে
এই খানে সেজদা দেওয়া সম্পূর্ণ হারাম।।ভক্তি করা বা সম্মান করা হোক তার বানীর উপর।
আপনার কথা বলার পর মাইকো ফোন সাধুর মুখের দিকে ধরা উচিত
এইটা হচ্ছে গাজার মেলা।সালার ভন্ডরা
Mashallah ❤❤❤❤❤❤
oyak thu si si lalon ekta nastik allahu ke voy koren
আমার ঘর খানায় কে বসত করে
🎉
এখানে তো দেখি সব গাঁজাখোর ভন্ডামি ছাড়া আর কিছুই না
খুম মিস করলাম।😢
কাল ওখান থেকে গলাই সুরি বাদাই নিয়ে মানি ব্যগ ফোন নিয়ে নিছে
জয় লালন শাহের জয়
আমাদের জন্য দোয়া চাই
Gaja khur mala
এ ভন্ডদের পিটানোর অভাব
মহাপ্রাণ। জয় লালন গড়নার জয়। জয় জগৎগুরুর জয়। শুভম।
50000$
Ok
Hhhhhhhh
কালি গঙ্গা নদীর পারে শিবের নামে দে টান ; দুর্নীতি লুটপাট শিরক হবে খান খান।
সৌন্দর্য আর সুন্দর কে করে অস্বীকার ; সব সুন্দর তার থেকে আমরা করি অহংকার। মনে মনে দেয়াল চেটে স্বাদের পাইনি ঠিকানা ; পথে ফুটে তাজা ফুল দেখিনা তাই দিন কানা।
ভন্ড সাধুসঙ্গ 😂
মরা মানুষ কে সামনে রেখে যখন নামাজ পড়া তাহলে কি
ভালোবাশি লালন।Love you lalon saiji..
জয় গুরু
বুঝলাম অনেক কিছু, কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া কারও সামনে মাথা নত করা হারাম, এই জায়গায় বিভিন্ন কবরের সামনে বাতি জ্বালিয়ে সেজদাহ করা হচ্ছে এটা কি ভাই, এসব ভন্ডদের বিচার করা উচিত?
ভাই অনেক ❤❤❤❤
জয়গুরুমুরশিবাবা❤❤❤
লালল সাহের মাজারের আশেপাশে কোনো হোটেল আছে কিনা রাতে থাকার জন্য? আমি একজন ভারতীয় তাই আমি হোটেল আছে কিনা সেটা জানতে চাইছি।